শেখ জাবেদ
শরীয়তপুর সদর উপজেলার পাকার মাথায় অবস্থিত শীলা আইচক্রিম ফেক্টোরীতে নকল মোড়কে আইচক্রিম তৈরী করে বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২১ মার্চ বুধবার বেলা দেড়টায় ভ্রাম্যমান আদালত শীলা আইচক্রীম ফেক্টোরীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকার বিভিন্ন ব্রান্ডের নকল মোড়ক দিয়ে কাপ আইসক্রীম, কুলফি আইসক্রীম,অরেঞ্জসহ বিভিন্ন ধরণের তৈরীকৃত আইচক্রীম উদ্ধার করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শংঙ্কর চন্দ্র বৈদ্য বলেন, এখন যে ফেক্টোরীতে ভ্রাম্যমান আদালত বসানো হয়েছে তার নাম শীলা আইসক্রীম। এখানে শীলা আইসক্রীমের কোন আসল মোড়ক পাওয়া যায়নি। এই ফেক্টোরীতে যে সকল উপাদান দিয়ে আইসক্রীম তৈরি করা হয়েছে তা বললে কেউ আর আইচক্রীম খাবে না। কারখানার মালিক যে ধরণের অপরাধ করেছেন তাতে তার ৩ বছরের জেল এবং ২ লক্ষ টাকা জরিমানা হওয়ার কথা। যেহেতু এর আগে এই ফেক্টোরীতে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব)’র সদস্যরা একটি অভিযান পরিচালনা করেছিলেন। তাই এই ফেক্টোরীর মালিক আবুল কালাম সরদারকে এ ধরণের অপরাধ যাতে না করে সেজন্য সতর্ক করা হলো এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৭ ও ৫০ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হলো।
পরে শীলা আইচক্রিম ফেক্টোরীতে উৎপাদিত নকল আইচক্রিম গুলো গাড়ির মাধ্যমে নষ্ট করে ফেলা হয়। এ সময় শরীয়তপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী, বেঞ্চ সহকারী শাহজালাল এবং পালং মডেল থানার এস আই সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য