শাকিল আহমেদ
শরীয়তপুরের সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়নে রাতের আধাঁরে জেলা বি.এন.পি’র সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল গাজীর ছোট ভাইয়ের ঘর বাড়িতে লুটপাট ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতের কোন এক সময় কাঁচিকাটা গ্রামের বাসিন্দা লোকমান গাজীর বাড়িতে এ হামলা চালানো হয়। এতে প্রায় ১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবারটি। ভুক্তভোগী লোকমান গাজী শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল গাজীর ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘরবাড়ি খালি পেয়ে কে বা কাহারা লোকমান গাজীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকরীরা প্রায় ১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি করে। সকালে বিষয়টি জানার পর সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরী করে পরিবারটি। উক্ত ডায়েরীর প্রেক্ষিতে পুলিশ এখনও কোন আসামীকে গ্রেফতার করতে পারেননি।
লোকমান গাজী বলেন, রাতের আধাঁরে কে বা কারা আমার বাড়িতে হামলা চালিয়েছে তা জানিনা। তবে এ হামলায় আমার অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সখিপুর থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। আমি অভিযুক্তদের শাস্তি দাবী করছি।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, লোকমান হোসেন গাজীর আবেদনের প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরী নথিভূক্ত করা হয়েছে। তদন্ত চলছে।
সখিপুরের কাঁচিকাটায় রাতের আধাঁরে ঘরবাড়ি ভাংচুর
মে ১৬, ২০১৮ , ২৩:৪৩
আপনার মন্তব্য