মোঃ নাসির খান
শরীয়তপুর জেলার সখিপুরে ২টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। ১০ জানুয়ারী শনিবার ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব অবৈধ ড্রেজার উচ্ছেদ করেন।
দীর্ঘদিন ধরে ড্রেজার দু’টি দক্ষিন তারাবুনিয়া ইউনিয়নের মাস্টার ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে । আগামীতে ভেদরগঞ্জের অন্যান্য এলাকায় আমারা অভিযান পরিচালনা করবো।
আপনার মন্তব্য