বাবু সিকদার
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় মুন্নি বেগম (৩২) নামে এক গৃহবধূকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করেছে সখিপুর থানা পুলিশ।
১০ জুন রবিবার চরভাগা বাজার থেকে তাকে আটক করা হয়। সে চরভাগা ইউনিয়নের পূর্ব মানাই হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা আমান উল্লাহ হাওলাদারের স্ত্রী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মঞ্জুরুল হক আকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরভাগা বাজার থেকে মুন্নি বেগম নামে এক গৃহবধূকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। মাদক মামলায় তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য