শাকিল আহমেদ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে বিএনপি’র ইফতার মাহফিলের জন্য প্রস্তুত নির্মাণাধীন পেন্ডেল পুলিশ সদস্য কর্তৃক ভেঙ্গে দেয়ার ঘটনা ঘটেছে।
৮ জুন শুক্রবার বিকাল ৩টায় সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ইফতার মাহফিলে শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
এ ব্যাপারে জেলা বিএনপি’র সদস্য শাহাদাত হোসেন বেপারীর সাথে আলাপ কালে তিনি বলেন, শনিবার কিরণ নগর উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজনের কথা ছিল। সে অনুযায়ী প্যান্ডেল নির্মাণ, দাওয়াত প্রদানসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু শুক্রবার সকাল থেকে সখিপুর থানা থেকে বার বার ফোন করে ইফতার মাহফিলের কার্যক্রম বন্ধ রাখতে বলা হচ্ছিল।
পরে বিকেল ৩টার সময় সখিপুর থানা থেকে পুলিশ সদস্যরা এসে নির্মাণাধীন পেন্ডেলটি ভেঙ্গে দেয়। সখিপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া বিএনপি’র লোকজন কিরণ নগরে রাজনৈতিক সমাবেশ করতে যাচ্ছিল। আইন শৃঙ্খলার সার্বিক দিক বিবেচনা করে তাদের কর্মসূচি বন্ধ রাখতে বলা হয়েছে।
আপনার মন্তব্য