
স্টাফ রিপোর্টার
অবশেষে জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারীর ছেলে মাসুদ বেপারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নিলেন ওসি বেলায়েত হোসেন। যার নাম্বার হচ্ছে ২০/ ২০১৯।
এর আগে মেয়র ইউনুস বেপারীর অনুরোধে মামলা নিতে গরিমশি করেন ওসি বেলায়েত হোসেন। ওসিকে মামলা না নেয়ার জন্য মেয়র ইউনুস বেপারী মোটা অংকের ঘুষ দিতে চেয়েছিলেন। কিন্তু সাংবাদিকদের একাধিক প্রশ্ন বানের কারণে অবশেষে মাসুদ বেপারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নিতে বাধ্য হলেন ওসি।
ঘটনার বিবরণে জানা যায়, একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ৩০ জুন রবিবার সকাল সাড়ে পাঁচটায় জাজিরা উপজেলার আক্কেল মাহমুদ মুন্সি কান্দি গ্রাম থেকে জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারীর ছেলে মাসুদ বেপারীকে আটক করে জাজিরা থানার পুলিশ।
এদিকে মেয়র ইউনুস বেপারী ওই ধর্ষিতা নারী ও তার পরিবারকে হুমকি ধামকি দিয়ে গ্রাম ছাড়াসহ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। মামলা এড়াতে বিভিন্ন ধরণের কৌশল করতে থাকেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না, মামলা তার বিরুদ্ধে হলোই!
আপনার মন্তব্য