
স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটি নেতৃবৃন্দরা।
৩১ আগষ্ট শনিবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে সমধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে টুঙ্গিপাড়া গণপূর্ত বিভাগের গেষ্ট হাউজ ময়দানে সাংবাদিকদের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি আবুল হোসেন তালুকদার, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, কাজী মিরাজ মাহমুদ, আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক এস.এম রেজাউল করিম, আফজাল হোসেন, মিজানুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল আলম, উপ-প্রচার সম্পাদক আরমান খান জয়, সদস্য কাজী সালাহ উদ্দিন নোমান, এম.এ আকরাম, তুহিন লন্ডনী, কেন্দ্রীয় নেতা কামাল হোসেন, ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক কবির নেওয়াজ, ইমন দাস, রফিকুল ইসলাম মিরপুরী, আবু বকর তালুকদার, সদস্য আজিজুল ইসলাম, আনিস লিমন, শরীয়তপুর জেলা কমিটির সভাপতি এম.এ ওয়াদুদ মিয়া, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সহ-সভাপতি সত্যবান সেন গুপ্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হাকিম রানা, সহ-সভাপতি দেলোয়ার হোসেন পিপি, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন, পাইকগাছা কমিটির সভাপতি আব্দুল আজিজ সরদার, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, রংপুরের পীরগঞ্জ কমিটির সভাপতি আজাদুল ইসলাম আজাদ, রাজাপুর কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, নলছিটি কমিটির সভাপতি মিলন কান্তি দাস, সহযোগী সদস্য আরিফুল ইসলাম মাসুম এবং একুশে আগস্ট বোমা হামলার শিকার সাংবাদিক শিশির প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু সাংবাদিকদের কল্যাণে যেভাবে কাজ শুরু করেছিলেন তেমনি তার উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছেন। দ্রুত এই তালিকা প্রণয়নের জন্য সরকারের নিকট জোরদাবী জানাচ্ছি”।
পাশাপাশি অবিলম্বে সরকার ও গণমাধ্যম সমুহকে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।
জাতির জনকের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, প্রেসক্লাব সদস্য বুলবুল আলম বুলু, বিএমএসএফ’র আহবায়ক শফিকুর রহমান, মাইটিভি’র আরিফুর রহমান, টুঙ্গিপাড়ার সাংবাদিক মুরাদ হোসেন ও বি.এম বোরহানউদ্দিন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।
আপনার মন্তব্য