
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের নড়িয়ায় সাংবাদিকদের কাজে বাঁধা দেয়া এবং তাদের সাথে খারাপ আচরণ করায় ব্যাচ নং-৭৭৯ এর পুলিশ কনস্টেবল নুরুল আমিনকে ক্লোজড করা হয়েছে। সোমবার দুপুরে তাকে ক্লোজড করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছিল। তখন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সাংবাদিক ইলিয়াস মাহমুদ সেই হালনাগাদের ছবি তুলছিলেন। এমন সময় ব্যাচ নং-৭৭৯ এর পুলিশ কনস্টেবল নুরুল আমিন এসে তাকে বাঁধা দেয় এবং তার সাথে ঔধত্যপূর্ণ আচরণ করে। বিষয়টি বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি’র জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইনকে জানান। ইব্রাহিম হোসাইন বিষয়টি জানতে গেলে কনস্টেবল নুরুল আমিন তার সাথেও খারাপ আচরণ করেন। তাৎক্ষণিক ভাবে নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ীকে জানালে তিনি নড়িয়ার সার্কেল এসপি কামরুল হাসানকে বিষয়টি অবগত করেন। সার্কেল এসপি তাৎক্ষনিক ভাবে নড়িয়া থানার ওসি এ.কে.এম মঞ্জুরুল হক আকন্দকে জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। তখন ওসি এ.কে.এম মঞ্জুরুল হক আকন্দ কনস্টেবল নুরুল আমিনকে ক্লোজড করে শরীয়তপুর পুলিশ লাইনে পাঠিয়ে দেন।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি এ.কে.এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, কনস্টেবল নুরুল আমিন আসলে একটি খারাপ লোক ওর আচার-আচরণ ভালো না এটা আমি জানি। এর আগে আরো একটি খারাপ কাজ করছিল। সেখান থেকে রাত ৮টার সময় তাকে উদ্ধার করে নিয়ে আসি। সার্কেল স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার আমাকে ব্যবস্থা নিতে বলছে। তাৎক্ষণিক আমি ব্যবস্থা নিয়েছি। আপাতত কনস্টেবল নুরুল আমিনকে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আপনার মন্তব্য