মিতালী শিকদার
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা বিমানের যাত্রী সাংবাদিক ফয়সাল আহমেদ বাংলাদেশে ফিরলেন লাশ হয়ে। সোমবার রাতেই ফয়সালের মরদেহ আনা হবে শরীয়তপুরের ডামুড্যায় তার নিজ বাড়িতে। তার মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ডামুড্যা পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তার জানাজা সম্পন্ন হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের খালাতো ভাই মো. জাকির হোসেন সুমন।
জাকির হোসেন সুমন জানান, সোমবার বিকেলে বিমান বাহিনীর কার্গো বিমানে করে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়। এর মধ্যে সাংবাদিক ফয়সাল আহমেদের মরদেহও রয়েছে। আর্মি স্টেডিয়ামে জানাযা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ফয়সালের মামা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বাহাদুর বেপারী মরদেহটি অ্যাম্বুলেন্সে নিয়ে শরীয়তপুরের ডামুড্যার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন।
এদিকে ফয়সালের মরদেহ শেষ বারের মতো দেখতে এরই মধ্যে তার বাড়িতে উপস্থিত হয়েছেন স্বজনরা। কখন ফয়সালের মরদেহ আসবে এ জন্য অপেক্ষা করছেন সবাই।
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা গ্রামের সামসুদ্দিন সরদার ও মোসাম্মৎ সামসুন্নাহার বেগমের বড় ছেলে আহম্মেদ ফয়সাল (২৯)। তিনি বৈশাখী টিভিতে স্টাফ রিপোর্টার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।
আপনার মন্তব্য