কেউ ছিলেনা
দুঃখ কষ্ট ব্যথা দাও সুখের বদলে
আর কত কষ্ট দেবে ভালবাসি বলে
ও কুমারি স্বপ্ন কুড়াও পদ্মপাতার জলে
হাত বাড়ালে চাঁদের হাসি নাচে দলে দলে
লজ্জা এলে মুখটা লুকাও সুখের আঁচলে।
কত অবহেলা হেলা ছলে
দাও ঢেলে হাসির আড়ালে
মোমের শরীর ঘৃনার দহন জ্বলে গলে
আর কত কষ্ট দেবে ভালবাসি বলে।
মুক্ত আলোয় চোখ মেলেছি
তোমায় খুজব বলে
এত পথ! এত দূর! কি ভেবে এলে
পথের ভুলে কিংবা বেহিসাবী চলে
কতটা সুখ পাবে তুমি
এই দেহটা মোমের মমী হলে।
বল!
তুমি আমার কেউ ছিলেনা
কেউ ছিলেনা কোন কালে।
আপনার মন্তব্য