নগর নয়না, মেঘ নয়না হও, বৃষ্টি আমার ভালোই লাগে
মিত্র হাসির পত্র এলো বনে বনে
বর্ষার সূর বাজে এই শ্রাবণে মনে মনে
আয় বর্ষা আয় শ্রাবণ ঢেলে ঢেলে
এলো মেলো চুলে কাজল চোখে নামব বৃষ্টি জলে
কতদিন পরে বৃষ্টি ভেজা পথ একটু কাদা লাগলো পায়ে
লোকচুরির যত খেলা খেলব জল চোখে
বৃষ্টি আমার ভালই লাগে।
ভর দুপুরে কিংবা সন্ধ্যা বেলায়
আকাশ যখন ন্যূয়ে পড়ে মেঘের ভারে
কালো মেঘ দেখতে আমার ভালই লাগে।
মাঝির নৌকা পাল তুলেছে মেঘের আচলে
বজ্রের তীব্র চিৎকার বাতাসে দ্রোহশ্বাস
নির্মম ঢেউ এর কূলে জীবন হেলে পড়ে
তবুও বৃষ্টি আমার ভালো লাগে
জলে শীতল তরঙ্গ স্বপ্নের উত্তপ্ত শিহরনে
মন খোঁজে আপন ভাষা এমন দিনে
শাসন করে লাভ হবেনা নেমেছি শাসন ভাঙ্গার শাসনে
বৃষ্টি জলে নামবই আমি।
কি হবে কালো মেঘের বজ্র ধ্বনি শুনে
আকাশে যতই হোক দ্রোহ ক্ষোভ বজ্রধ্বনি
বৃষ্টি জলে নামবই আমি।
বৃষ্টি কনার হালকা ছোঁয়া কালো মেঘের বজ্রধ্বনি
ঢেউ এর পরে ঢেউ এলো মেলো বিলের পাড়ের জমি
কৃষকের শংকিত মুখে বৃষ্টি হাসি
আয় বর্ষা আয় শ্রাবণ ঢেলে ঢেলে, বৃষ্টি জলে নামি
ভাবনার আলোরন শরীরে, বৃষ্টি কনার হালকা আঘাত
এসো নগর নয়না, নগর ভূলে পল্লী পথে
সিড়ি পথ নেই, মোঠো পথ দু’পায়ে চলার
আকাশে মেঘ জমেছে কালো মেঘের হাতছানি
মেঘের নাচে সূর্য্য হাসে অলস চেহারায়
নগর কন্যা মেঘের মতই শীতল
কারু কার্যে মাটির মিশ্রন শৈল্পিক জলে উজ্জ্বল
তবুও মাটি-জলের গন্ধ নেই শরীরে
বুঝেনা সে প্রকৃতির ভাষা, বৃষ্টির রেনু
মেঘের কোলাহল, জলের শিঞ্জন।
হাঁসের নাচন ঢেউএর হাসি কৌতহলী জলে
বৃষ্টি আমার ভালই লাগে, মেঘের তীব্র গন্ধ
বুনো বাতাস, একদল মেঘ কোথায় যায় কোন দিগন্তে
নদী পাড়ে কার বাড়ী, মেঘের অতিথি আমরা
বর্ষা গান বাঁধে কোন পল্লী নয়না
আমার গন্তব্য সেই ঠিকানায় সবুজের সন্ধ্যা নীড়ে
পাখিরাও অলস সূর্য্যরে মতো সেখানে।
জোসনা চাইনা আজ, চাই মেঘের অন্ধকার
ঢেউ আনন্দে মেতে মেতে মেঘলা হাওয়ায় যেতে ভালই লাগে
নগর নয়না, মেঘ নয়না হও বৃষ্টি আমার ভালো লাগে
সন্ধ্যে মেঘের অন্ধকারে জোনাকী সব কই!
সবাই অলস এবেলাতে বৃষ্টি ভেজা রই
বৃষ্টি আমার ভালো লাগে
উতাল হাওয়া চাইনা কিছু, একটু গানের সুর
চেনার কথার দু’টি লাইন, বেসুরে তাও মধুর
গাওনা, অভিবাদন মঞ্চে নাচে মেঘের অঙ্গণা
কবিতার শিরোনাম মেঘের কবিতা
বৃষ্টি আমার ভালোই লাগে
কখনো অনুরাগে কখনো আবেগে
মেঘের মতো মন যদি হতো ভালোই হতো
কখনো দেখা হতো একখ- সবুজের মাঠ
আঁকা বাঁকা নদী ফসলের যৌবন শিহরিত হাসি
লজ্জা পাবো সত্যিই, লজ্জায় ডাকে পল্লী নয়না যদি
নগর নয়না, মেঘ নয়না হও বৃষ্টি আমার ভালোই লাগে।
আপনার মন্তব্য