সাভার প্রতিনিধি
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আবদুল জলিল নামে এক শ্রমিক মৃত্যু হয়েছে। এদিকে বহুতল ভবনের কাজ করলেও নিয়ম অনুসারে কোন নিরাপত্তা বেষ্টনী ছিলো না।
নিহত আবদুল জলিল টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন আবদুল সামসুউদ্দিনের ছেলে। তিনি সাভারে দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিকের কাজ করতো।
মঙ্গলবার সকালে সাভার পার্বতীনগর এনাম মেডিকেল হাসপাতালে নির্মাণাধীন ভবনে এই র্দুঘটনা ঘটে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ও নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আপনার মন্তব্য