সাভার প্রতিনিধি
ঢাকার সাভারে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় এক প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
৩ সেপ্টেম্বর, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ঠিকাদার প্রতিষ্ঠান ‘মীর আখতার’র সাইট ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম (৪০), ঢাকা ওয়াসার সার্ভেয়ার নুরুন্নবী (৩৮) ও গাড়ির চালক খলিল (৩৫)।
নিহত ব্যক্তিদের মরদেহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মীর আখতার কনস্ট্রাকশন গ্রুপের ডাবল কেবিন পিকআপে করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ওই তিনজন। পিকআপটি সাভারের বলিয়ারপুর এস এন সিএনজি পাম্পের সামনে পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন মারা যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য