সাভার প্রতিনিধি
সাভার আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক সম্রাটকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে সাভারের ভার্কুতা ও আশুলিয়ার জিরানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, বান্দরবন জেলার লামা থানাধীন লাইনঝিরি গ্রামের ময়না মিয়ার ছেলে মোঃ আমির হোসেন। সে আশুলিয়ার বলিভদ্র এলাকায় বসবাস করতেন। কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রহমতের বিল গ্রামের বদরুদ্দোজা ছেলে আমিনুল্লাহ। সে বর্তমানে আশুলিয়ার পলাশ বাড়িতে ভাড়া থাকেন। অপরজন চাঁদপুর জেলার সদর থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত মাওলানা ইউসুফ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ। তিনি সাভারের মোগড়া কান্দায় এলাকা বাস করেন।
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ভার্কুতায় এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ৭ হাজার পিচ ইয়ারা উদ্ধার করা হয়। পরে আশুলিয়ায় বলিভ্রদ ও জিরানীতে অভিযান চালিয়ে আরও ৩৩ হাজার পিচ ইয়াবাসহ অামির হোসেন ও আমিনুল্লাহ নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য