স্টাফ রিপোর্টার
সারা দেশে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
১ সেপ্টেম্বর, শনিবার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার। এতে পরিবার প্রতি পাঁচজন হিসেবে প্রায় আড়াই কোটি মানুষ বছরে পাঁচ মাস এই সুবিধা পান।
হতদরিদ্র মানুষদের সাহায্যার্থে ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচিটির উদ্বোধন করেন। নীতিমালা অনুযায়ী প্রতি বছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বর—এই পাঁচ মাস খাদ্যবান্ধবের চাল বিক্রি করা হয়।
২৯ আগস্ট, বুধবার খাদ্য অধিদফতরে খাদ্যবান্ধব কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, নীতিমালা অনুযায়ী বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেয়া হয়।
ইতোমধ্যে চাল বিক্রির জন্য উপকারভোগীদের ৫০ লাখ কার্ড প্রদান করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশের ৬৪ জেলার ৫০ লাখ দরিদ্র মানুষ এ সুবিধা পাবেন।
আপনার মন্তব্য