
স্টাফ রিপোর্টার
করোন ভাইরাস মহামারী আকার ধারণ করায় বিপদে পড়েছেন শরীয়তপুরের খেটে খাওয়া গরীব দুখী মানুষ। তাদের পাশে দাড়াতে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জননেতা ইকবাল হোসেন অপু এমপি।
তিনি জনগনের সমস্যা কিছুটা লাঘবের জন্য জাজিরা উপজেলার গঙ্গাপ্রসাদ ইউনিয়নের খেটে খাওয়া গরীব দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
আর এই খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ ও জাজিরা উপজেলা যুবলীগ এবং শরীয়তপুর জেলা সেচ্ছাসেবক লীগের কর্মীরা।
সারা দেশের ন্যায় শরীয়তপুরও করোনা আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কাজকর্ম নেই। এতে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে দিনমজুর সহ নিম্নবিত্তের মানুষ।
তাই “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে, খেটে খাওয়া মানুষের পাশে দাড়াতে নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, কোন মানুষ বিপদে পড়লে, তার পাসে অন্য মানুষ সাহায্যের হাত বাড়াবে এটাইতো স্বাভাবিক। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদেরকে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানান।
আপনার মন্তব্য