স্টাফ রিপোর্টার
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা গায়ের জ্বালা থেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
২১ সেপ্টেম্বর, শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘এসকে সিনহার মনে দুঃখ থাকতে পারে। গায়ের জ্বালা থেকে তিনি (সিনহা) তার বইয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন।’
এসকে সিনহাকে ‘দুর্নীতিবাজ প্রধান বিচারপতি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এসকে সিনহার কথায় জনগণ বিভ্রান্ত হবে না।’
আপনার মন্তব্য