স্টাফ রিপোর্টার
বই প্রকাশ করে সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সরকার বিরোধীদের উসকে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২১ সেপ্টেম্বর, শুক্রবার গাজীপুরের ভোগড়া ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বইটি তিনি এ সময় না প্রকাশ করে অন্য সময় করতে পারতেন।’
‘এর দ্বারা সরকার বিরোধীদের, অপপ্রচারকারীদেরকে উসকে দেওয়া হয়েছে।’
ড. কামাল হোসেন ও বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানান মন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রক্রিয়ায় সরকারের কোনো মাথাব্যথা নেই। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আগামী নির্বাচনে আমরা সোনালি ফসল ঘরে তুলতে সক্ষম হব।’
ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না উল্লেখ করে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ডিজিটাল ক্রাইম রোধের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এতে কারও কোনো উদ্বেগ, উৎকণ্ঠার বা আতঙ্কের কারণ নেই। আমরা আশা করি এই আইন স্বাধীন সাংবাদিকতায় ও স্বাধীন মত প্রকাশে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না।’
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবজ উদ্দিন খান, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আরিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য