সংলাপ ৭১ বিনোদন রিপোর্টার
দীর্ঘ ১৮ মাস পর গানে ফিরেছেন জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক আরফিন রুমি। এই সময়টায় ধর্ম-কর্ম নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। আর সে কারণে গান থেকে দূরে থাকার সিদ্ধান্ত ছিল তার। তবে এবার নতুন সিনেমার গানের মাধ্যমে গানে ফেরা হলো তার। ‘নন্দিনী’ নামের নতুন একটি সিনেমার গানের কাজ শুরু করেছেন তিনি। এর বাইরে আরো নতুন কয়েকটি অডিও গানের ট্র্যাকও তৈরি করছেন তিনি।
রুমি বলেন, এখন থেকে সব ধরনের গান শ্রোতাদের জন্য করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। প্লেব্যাক ও অডিও গানেও নিয়মিত হবো। আশা করছি কিছু ভালো গান উপহার দিতে পারবো।
আপনার মন্তব্য