সংলাপ ৭১ রিপোর্টার
রাজধানী দামেস্কের কাছে সামরিক বিমানবন্দর মেজ্জে-তে ধারাবাহিক বিস্ফোরণ ইসরায়েলি হামলায় হয়নি বলে জানিয়েছে সিরিয়া। যুদ্ধ উপকরণ নিস্ক্রিয় করার সময় বৈদ্যুতিক গোলযোগের কারণে এ বিকট বিস্ফোরণগুলো হয়েছিল, সামরিক বাহিনীর বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এমনটাই জানিয়েছে বলে খবর বিবিসির। সিরিয়ায় নানা সময়ে বিমান হামলা চালানো ইসরায়েলের বিরুদ্ধে গত বছরও মেজ্জের সামরিক বিমানবন্দরে হামলার অভিযোগ উঠেছিল। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রাহমান রোববার দামেস্কের কাছের বিমানঘাঁটিটিতে সম্ভাব্য ইসরায়েলি হামলার বিষয়ে ইঙ্গিত দিয়ে দখলিকৃত গোলান মালভূমি থেকে হামলা চালিনো হয়েছে বলে ধারণা দিয়েছিলেন। সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র পরে সানাকে জানায়, মেজ্জে ‘ইসরায়েলি আগ্রসনের’ লক্ষ্যবস্তু ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দামেস্কের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের চিত্র দেখা গেছে। চলতি বছরের মে মাসে সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছিল ইসরায়েল। তেল আবিবের নিয়ন্ত্রণে থাকা এলাকায় ইরানের রকেট হামলার পাল্টায় ওই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছিল তারা। পরের মাসে নিজেদের আকাশসীমায় একটি সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানায় ইসরায়েল। এর আগে গত বছরের জানুয়ারিতে মেজ্জে বিমানবন্দর এলাকায় ইসরায়েল বোমা হামলা ও বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছিলে বলে সানা সেসময় সিরিয়ার সামরিক বাহিনীকে উদ্ধৃত করে জানিয়েছিল।
আপনার মন্তব্য