
স্টাফ রিপোর্টার
ছাত্রনেতা সুমন খান শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যেতে চান।
১৪ ই জুন শুক্রবার শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম সরকারের সাক্ষরিত এক প্রেস নোটিশের মাধ্যমে এনামুল হক বেপারীকে সভাপতি এবং শরিফুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক ও সুমন খানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি প্রকাশ করেন।
সুমন খান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শরীয়তপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তার রাজনৈতক সহকর্মীরা।
আপনার মন্তব্য