মিতালী শিকদার
গত শুক্রবার ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন। আর এ উপলক্ষ্যে ঢাকার অদূরে গাজীপুরের কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা একত্রিত হয়েছিলেন। যেন এক তারার হাট বসেছিল সেদিন। আনন্দ, উল্লাস, হাসি, গান আর নাচে মেতে উঠেছিল পুরো ফিল্ম সিটি।
নির্মাতাদের এই বনভোজনে অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও গণমাধ্যমকর্মীরাও। সারাদিনের আয়োজন শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মঞ্চ মাতান চলচ্চিত্র তারকারা। ‘চুমকী চলেছে একা পথে’ গানটির সঙ্গে নাচ পরিবেশন করেন বাপ্পী চৌধুরী ও সাইমন সাদিক। ঠিক সে সময়ই নায়িকা শাবনূরও মঞ্চে এসে তাঁদের সঙ্গে নাচে যোগ দিয়ে ভিন্নমাত্রা যোগ করে।
এই আয়োজনে নির্মাতা ও তারকাদের পরিবারের সদস্যের জন্য ছিল আলাদা বেশ কিছু চমকপ্রদ আয়োজন। আর শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া নারী তারকাদের জন্য ছিল চেয়ার খেলা, হাঁড়ি ভাঙাসহ বেশ কিছু আয়োজন।
আপনার মন্তব্য