” বিনম্র শ্রদ্ধা “
রক্ত স্রোতোবহা
শোণিত রন্জিতে
ত্রিশ-লাখ শহীদান রক্ত ঢালে;
মোদের তরে
দেশের তরে
দু’লাখ মা-বোন সম্ভ্রম-হারান নেত্র-জলে।
ফুলে ফুলে
শুভ্র কমলে
মম তব ব্যথিত মনে;
মলিন বদনে
অশ্রুসিক্ত নয়নে
বিনম্র-শ্রদ্ধায় অবনত মস্তক স্মৃতিরোমন্থনে।
” বাংলা আমার “
হেসে খেলে
দোলনায় দোলে
বেড়ে-উঠি মোরা বাংলা মায়ের-কোলে;
আকাশে বাতাসে
আনন্দস্রোতে ভেসে
বাংলা-ধ্বনী-স্বরে ঋদ্ধ মোর কন্ঠ-বোলে।
বাংলা আমার
বাংলা তোমার
সোনার-বাংলা জন্মদাত্রী মা আমার;
মুটে চামার
কুলি চাষার
সুজল-সুফলা-শস্য-শ্যামলা বাংলা মোদের আবালবৃদ্ধবনিতার।
সব্যসাচী লেখক, কবি ও অভিনেতা
সৈয়দ মীর নজরুল ইসলাম
আপনার মন্তব্য