” বিজয় সুনিশ্চিত “
জেন! বিজয় সুনিশ্চিত বাহে…
স্নিগ্ধ সমীরণ প্রাতে শুভ্রতা বহে;
তারার আলোকোজ্জ্বল জ্বলজ্বলে রাতে
ফুলপাখিরা যেন ডেকে কহে!
কোন ভয় কি আর তাতে?
নয় ভয় নয় শংশয়?
দৃঢ় চেতনায় ঐক্যবদ্ধ মোরা একতায়!
জেন! জয়ের নিশান উড়িবে ঐ বিজয় পতাকায়।
শারীরিক অসুস্থ্যতা সর্তে
ভক্তি শ্রদ্ধা ভালোবাসায়
ঢাকা থেকে এসেছি ছুটে
প্রিয় বন্ধুদের সাথে শামিল হতে।
দাবী কিন্তু খুব বেশি নয়?
চরম বেতন বৈশম্য নিরসন চাই.
টেকনিক্যাল পদমর্যাদা চাই..
৩০% ফিল্ড ভাতা চাই…
১০% পৌষ্য কোটা চাই….
৬/১২/১৯৯৮ সালে ঘোষণা দেওয়া,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,বাংলার রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান’র তনয়া
দেশরত্ম, মানবতার মানসকন্যা
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
স্বীয় কন্ঠস্বরে দেয়া
কথা, ভাষণের বাস্তবায়ন চাই…
সম্মান নিয়ে বাঁচতে চাই….
সমস্ত অসংগতির সংগতি চাই…..
২৩/১২/২০১৬ সালে ঘোষণা দেওয়া
সময়ের সাহসী সন্তান সাহসী কথাবীর
মোঃ নাসিম, মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর
দৃঢ় কন্ঠে বলা ” আমি যেটা বলি সেটা করি”র
বাস্তবায়ন চাই, চাই, চাই, চাই….
সব্যসাচী লেখক, কবি ও অভিনেতা
সৈয়দ মীর নজরুল ইসলাম
আপনার মন্তব্য