” বদলে নিবো “
বছর শেষে
ভাবনারা মিশে
প্রাপ্তি অপ্রাপ্তির কেদারা পাশে;
কি হারালাম
কিইবা পেলাম
ভাবছি আমি একা বসে!
আশে পাশে
পূর্ণতারাও আছে
তবুও কেন অতৃপ্ত রেখারা ভাসে;
মনে আসা
কতো আশা
গুলিয়েছে অপ্রাপ্তিতে মিশে।
মুখের ভাষা
মনের ভাষা
দোলাচলে ঢেসে আশারাও দারুণ ফাঁকা;
মুখোশে ঢাকা
খোলশে ঢাকা
কতো কিযে দেখলাম আঁকা-বাঁকা?
দ্বারে দ্বারে
কড়া নাড়ে
১৮ সাল ঐ নতুনের বারতা;
রাঙিয়ে দিবো
বদলে নিবো
সব নব চেতনার মানসিকতা।
পুরাণ ঝেরে
নতুন করে
ঘুড়ুক তবে উন্নয়নের চাকাটা;
মনন মানবতায়
ছিদ্রিত মানসিকতায়
বসূধায় নামুক নবীন আলোকচ্ছটা।
নীলাভ্র নীলাঞ্জনে
সবুজ বরণে
নতুনকে ফের করবো বরণ;
কি খুশিতে
আনন্দে মেতে
নতুনত্বে ভরে উঠুক সবার জীবন।
সব্যসাচী লেখক, কবি ও অভিনেতা
সৈয়দ মীর নজরুল ইসলাম
আপনার মন্তব্য