
সাভার থেকে আব্দুল কাইয়ুম
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলেছে স্ত্রী। গুরুতর আহত অবস্থায় স্বামীকে সাভারের এনামে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করেছে পুলিশ।
১২ জানুয়ারী শনিবার সকালে ধামরাইয়ের বালিথা গ্রামে এই ঘটনা ঘটে।
ধামরাই থানার এস.আই মলয় কুমার সাহা জানান, ধামরাই উপজেলার বালীথা গ্রামের গার্মেন্টস কর্মী সুমন মিয়া দশ বছর আগে গার্মেন্টস কর্মী মর্জিনা বেগমকে বিবাহ করেন।
তাদের ঘরে হাসান নামের সাত বছরের এক ছেলে সন্তান রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সুমন মিয়া দীর্ঘ দিন ধরে অন্য একটি মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে। স্ত্রী বার বার বাঁধা দিলেও সুমন সম্পর্ক চালিয়ে যায়। পরে ক্ষোভের বসে ঘুমন্ত অবস্থায় স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য