সাভার প্রতিনিধি
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবসে শহীদের শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নেমেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আজ ভোরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ ভি.ভি.আই.পিদের শ্রদ্ধা নিবেদন পর জাতীয় স্মৃতিসৌধের প্রধান গেইট খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। এদিকে দুপুর ১২টার দিকে স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবদেন করেন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া।
এরপর থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও সংগঠন তাদের নিজ ব্যানার নিয়ে শহীদের শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে উঠেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন। সব বয়সের সব শ্রেনীর মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে স্মৃতিসৌধ।
অনেকে লাল সবুজের পতাকা হাতে পরিবারের ছোট শিশু সন্তানসহ সবাই উপস্থিত হয়েছেন বিজয় দিবস উযাপনে। বিজয় দিবসের নানা মুহুর্ত ক্যামারে বন্ধি করতে ভুল করছেন না তারা।
কথা হয় চাকরিজীবি পরিবারের মো. জসিম উদ্দিনের সঙ্গে তিনি জানান, বিজয় দিবস সম্পর্কে শিশু সন্তান পরিচয় করতে নিয়ে আসা। এখন থেকেই শিখবে মুক্তিযুদ্ধের বিষয়গুলো। চেতানা জম্ম নিবে দেশের প্রতি।
শহীদ বেদী ভরে উঠেছে ফুলে ফুলে। আর লাল সবুজের পতাকায় ঢেকে গেছে স্মৃতিসৌধ। সন্ধ্যা পর্যন্ত চলবে এই শ্রদ্ধা নিবেদন।
আপনার মন্তব্য