আবদুল বারেক ভূইয়া
সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র মো. শাহীন মৃধা (২৬)কে চিকিৎসার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র শরীয়তপুর জেলা শাখা।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের দ্বিতীয় তলায় শাহীনকে দেখতে গিয়ে এ সহযোগিতা করা হয়।
মোঃ শাহীন মৃধা শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ধানুকা গ্রামের মো. হানিফ আলী মৃধার ছেলে। শাহীন এ বছর শরীয়তপুর সরকারি কলেজ থেকে বিএ পরীক্ষা দিয়েছেন।
জানা যায়, গত (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহীন নিজ বাড়ি ধানুকা থেকে মটর সাইকেল যোগে শরীয়তপুর কোর্টে আসার সময় কোর্ট সংলগ্ন বড় ব্রিজের কাছে টেম্পুর সাথে ধাক্কা লাগে। তখন শহীন পাকা সড়কে পড়ে গিয়ে তার হাটুর বাটি ভেঙ্গে যায়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন চিকিৎসা শেষে আজ বুধবার শাহীনের অপারেশন চলছে। তাই নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে শাহীনের চিকিৎসার জন্য তার বাবা মো. হানিফ মৃধার হাতে কিছু অর্থ দিয়ে সহযোগীতা করেছে।
এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুরাদ হোসেন মুন্সী, সহসভাপতি মো. ছগির হোসেন, সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য সিদ্দিকুর রহমান, সাংবাদিক শেখ খলিলুর রহমান, সাংবাদিক ইচাহাক মাদবর প্রমূখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য