
স্টাফ রিপোর্টার
শরীয়তপুর পৌরসভার সড়ক সংস্কারের নামে চলছে জনদুর্ভোগ। নির্ধারিত সময়ে সড়কের কাজ সম্পন্ন না করায় বেড়ে চলেছে সড়ক দুর্ঘোটনা সহ বায়ু বাহিত রোগ। অনেক শিশু রোগী নিউমোনিয়া সহ এ্যাজমার মতো বায়ুবাহিত জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
উল্লেখিত চিত্রে দেখা যাচ্ছে আংগারিয়া বাজারের সড়ক সংস্কারের দৃশ্য। এটি আংগারিয়া বাজারের ভেতর দিয়ে মনোহর বাজার মোড় পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজ চলছে। মাত্র পৌনে দুই কিমি সড়কের কাজ চলছে দীর্ঘ ৬ মাসেরও অধিক সময় ধরে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতার কারণে ঠিকাদার কাজটি শেষ করছেন না। যার প্রক্ষিতে বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগে স্বীকার হচ্ছেন।
এদিকে ঠিকাদার সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াতে রাস্তায় ফেলে রেখেছে কয়েক’শ ব্যাগ সিমেন্ট এবং হাজার হাজার টন পাথর। বাজারের বেশ কয়েকটি স্থানে এরকম পাথর আর সিমেন্টের স্তুপ থাকায় সাধারণ পথযাত্রীদের যাতাযাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
সিমেন্ট গুলো যাতে দ্রুত নষ্ট হতে পারে সেজন্য ঠিকাদার সিমেন্টগুলো স্রেফ খোলা আকাশের নিচে রেখেছেন। সমস্যা কি! টাকা দেবে পৌরসভা। সিমেন্ট গুলোকে কোন রকম পলিথিন বা ত্রিপল দিয়ে মোড়ানো হয়নি। ফলে কঠিন এই শীতে সিমেন্টের টেম্পার নষ্ট হওয়াই স্বাভাবিক। হয়েছেও তাই। এই সিমেন্টই আবার ব্যবহার করবে সড়কের কাজে। সেক্ষেত্রে সড়ক নির্মাণের কাজ কতোটুকু মানসম্মত হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকেই পাওয়া যায়নি।
আপনার মন্তব্য