হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কালকার চক গ্রামে জান্নাতুল নাইমা (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা তা সনাক্ত করা যায়নি। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য পাওয়া যাবে।
১৭ ডিসেম্বর বুধবার ১২টার দিকে তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জান্নাতুল নাইমা সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কালকারচক গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে।
সে স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াছিনুল হক জানান,
১৭ ডিসেম্বর বুধবার সকালে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে জান্নাতুল নাইমার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা সনাক্ত করা যায়নি। তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য পাওয়া যাবে।
আপনার মন্তব্য