স্টাফ রিপোর্টার
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আবদুল বাতেন (৫৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে র্যাব-২। ২ সেপ্টেম্বর রোববার দুপুরে র্যাব-২ এর অপারেশন কর্মকর্তা সিনিয়র এএসপি রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিনগত রাতে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে বাতেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক লিফলেট উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
হাজারীবাগে হিযবুত তাহরীরের এক সদস্য আটক
সেপ্টেম্বর ৩, ২০১৮ , ০২:২৬
আপনার মন্তব্য