
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের গোসাইরহাটে তৃতীয় লিঙ্গ (হিজড়া) এবং উপজেলায় কর্মরত চৌকিদার ও দফাদারদের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজার ব্যক্তিগত উদ্যোগে এই বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল মো. মোহাইমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন সিকদার এবং গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।
এসময় উপজেলায় বসবাসরত ৮জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) এবং গোসাইরহাটের ৮টি ইউনিয়নে কর্মরত ৮০জন চৌকিদার-দফাদারদের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি চিনি, ১ কেজি পোলার চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ প্যাকেট চিকন সেমাই এবং ১ প্যাকেট দুধ। আর বর্ষায় ব্যবহারের জন্য চৌকিদারদের মাঝে ১টি করে ছাতা দেয়া হয়েছে।
ঈদ সামগ্রী নিতে আসা অধরা হিজড়া বলেন, এই সমাজে আমাদের খোঁজ খবর অনেকেই রাখেন না। আমরা এই ঈদ সামগ্রী পেয়ে ঈদের দিনটুকু হাসি আনন্দে পার করতে পারবো।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, সামাজিক এবং মানবিক মূল্যবোধ থেকে আমি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিুর রহমান স্যারকে দেখেছি বেদে ও হিজড়াদের নিয়ে কাজ করতে। তখন থেকেই আমি এটিকে মানবিক বিবেচনায় দেখতে শুরু করেছি। পাশাপাশি ওই দুই সম্প্রদায়ের পরিবার পরিজনকে নিয়ে আমি ঈদের দিন এক সাথে খাবার খাওয়ারও দাওয়াত দিয়েছি, গরু কোরবানী দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেব ।
আপনার মন্তব্য