মোঃ নাসির খান
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় আগামী ১৫ দিনের মধ্যে সকল অবৈধ ড্রেজার উচ্ছেদ করবেন বলে ঘোষনা দিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ। গত সোমবার বিকেলে রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুরে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ শেষে এ ঘোষনা দেন তিনি। এদিকে ভেদেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের ড্রেজার উচ্ছেদের অভিযানকে শুভবার্তা মনে করছেন স্থানীয়রা।
তিনি বলেন, পদ্মানদী বেষ্টিত জেলার দু’টি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে নড়িয়া এবং ভেদরগঞ্জ। এই উপজেলা দুটিকে অবৈধ ড্রেজার মুক্ত করতে ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলার নির্বাহীগনকে একযোগে কাজ করতে হবে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী হতে ড্রেজারের মাধ্যমে বালি মাটি উত্তোলন হওয়ার তথ্য পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। এছাড়া কিছুদিন পূর্বে আরশিনগর ইউনিয়নের সিকদার কান্দি এলাকা হতে ২টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে। ভেদরগঞ্জ উপজেলাকে অবৈধ ড্রেজার মুক্ত করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫ দিনের মধ্যে সকল অবৈধ ড্রেজার উচ্ছেদের ঘোষনা
মার্চ ১৮, ২০১৮ , ০০:০২
আপনার মন্তব্য