
স্টাফ রিপোর্টার
একটানা ১৮ঘন্টা অভিযান চালিয়ে অপহরণকৃত আব্দুর নুর শিশির নামের ৮বছরের শিশুটিকে উদ্ধার করেছে পালং মডেল থানার পুলিশ।
মঙ্গলবার সকালে গোসাইরহাট উপজেলার কেদারপুর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, শরীয়তপুরের তুলাসার এলাকার বাসিন্দা ছাত্তার মাস্টারের ছেলে আব্দুর নুর শিশির (৮)। সে কালেক্টরেট কিশলয় কে.জি স্কুলের নার্সারী ক্লাসের ছাত্র। সোমবার বেলা দুইটার দিকে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। এক পর্যায়ে অপহরণকৃত শিশুর বাবার কাছে মুক্তিপণের জন্য ফোন আস। বিষয়টি পালং থানার পুলিশকে অবহিত করা হলে, পুলিশ অভিযানে নামেন এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীর মোবাইল নাম্বার ট্রাকিং করা হয়। ট্রাকিংয়ের সূত্র ধরে গোসাইরহাট এলাকার কেদারপুর নামক স্থানের নদীর পার থেকে শিশু শিশিরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পালং থানা পুলিশ।
এ বিষয়ে পালং থানার উপ-পরিদর্শক (এস.আই) আতিয়ার রহমান বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর ওসি স্যার, এস.আই গুলজারসহ একটি টিম অভিযানে নামি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে অপহরণকারীর স্থান সনাক্ত করতে সক্ষম হই। একটানা ১৮ঘন্টা অভিযান চালিয়ে গোসাইরহাটের কেদারপুর নদীর পার থেকে শিশু শিশিরকে উদ্ধার করি।
পালং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম উদ্দিন বলেন, শিশু অপহরণের অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। প্রযুক্তি ব্যবহার করে শিশুটিকে গোসাইরহাট থেকে উদ্ধার করেছি। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে মামলা হয়েছে। আরো কিছু বিষয় আছে যা তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা যাচ্ছে না।
আপনার মন্তব্য