
স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ যাবৎ কালে একদিনে জেলার এটাই সর্বোচ্চ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২শ ৪৭ জনে। নতুন করে কাউকে সুস্থ্য কিম্বা মৃত ঘোষণা করা হয়নি। মোট সুস্থ্য হয়েছে ১শ ৯ জন এবং মারা গেছে ৪ জন।
১৪ জুন রবিবার বিকেল ৪টায় স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জেলায় ৪৩ জনের মধ্যে নতুন আক্রান্ত হয়েছে শরীয়তপুর পুলিশ লাইন্সের ৮ জন, শরীয়তপুর পৌরসভার ৯ জন, রুদ্রকর ইউনিয়নের ২ জন, জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের ৬ জন, মুলনা ইউনিয়নের ২ জন, জাজিরা পৌরসভার ১ জন বিলাসপুর ইউনিয়নের ১ জন, ভেদরগঞ্জ পৌরসভার ৪ জন, সখিপুরের ৫ জন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ১ জন, ডামুড্যা পৌরসভার ৪ জন, পূর্ব ডামুড্যা ইউনিয়নের ১ জন, সিধল কুড়ার ১ জন, নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের ৩ জন, ভোজেশ্বর ইউনিয়নের ১ জন, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ১ জন, নাগের পাড়া ইউনিয়নের ১ জন এবং আলাওলপুর ইউনিয়নের ১ জন।
জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৮শ ৬৯ জন লোকের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার ৫শ ৫০ জনের নমুনা রিপোর্ট হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ।
এছাড়া শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৪ জন এবং নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৫ জন।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা হচ্ছে সদর উপজেলায় ৭০ জন, জাজিরা উপজেলায় ৪৫ জন, নড়িয়া উপজেলায় ৪০ জন, ভেদরগঞ্জ উপজেলায় ৩৯ জন, গোসাইরহাট উপজেলায় ১৯ জন এবং ডামুড্যা উপজেলায় ৩৪ জন।
আপনার মন্তব্য