শেখ নজরুল ইসলাম
শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম সারেঙ্গা গ্রামের আবুল হাসেম আকনের বাড়ির পূর্ব পাশের সড়কে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ শহীদুল ইসলাম ওরফে সোহাগ বেপারী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শরীয়তপুরের পুলিশ।
২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শহীদুল ইসলাম ওরফে সোহাগ বেপারীকে আটক করা হয়।
এ ব্যাপারে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সাথে আলাপ কালে তিনি বলেন, শহীদুল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলো। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সারেঙ্গা গ্রামের আবুল হাসেম আকনের বাড়ির পূর্ব পাশের সড়কে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ শহীদুল ইসলাম ওরফে সোহাগ বেপারীকে গ্রেফতার করে শরীয়তপুরের পুলিশ।
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ , ০৮:১৭
আপনার মন্তব্য