ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ৫৭ ধারার মামলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি’র জেলা প্রতিনিধি আজমির হোসেন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। কিন্তু কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।
এদিকে আজমির হোসেন তালুকদারকে গ্রেফতার করায় তাকে দ্রুত মুক্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট এবং মহাসচিব আহমেদ আবু জাফর। তাকে যদি দ্রুত মুক্তি দেয়া না হয় তাহলে দেশ ব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেছেন তারা।
পাশাপাশি আজমির হোসেন তালুকদারের মুক্তির দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখা জেলা প্রশাসকের বরাবরে স্মারক লিপি দেবে বলে নিশ্চিত করেছেন জেলা আহ্বায়ক এম.এ ওয়াদুদ মিয়া।
আপনার মন্তব্য